• হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • Teachers and Students (HTUHS)

    Teachers and Students (HTUHS)

  • সাংস্কৃতিক অনুষ্ঠান

    সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Teachers and Students

    Teachers and Students

  • সুবর্ণ জয়ন্তী

    সুবর্ণ জয়ন্তী

Message Corner
  • রহিমা বেগম

    রহিমা বেগম

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

  • রহিমা বেগম

    রহিমা বেগম

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

Welcome to Haji Tayeb Uddin High School

সবাইকে আন্তরিক অভিনন্দন
কিশোরগঞ্জ জেলার বিস্তীর্ণ হাওর অঞ্চলের প্রাণকেন্দ্র খ্যাতমিঠামইন উপজেলা সদরে অবস্থিত
হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়টি একটি সনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজেরর ভিপি থাকাকালীন শিক্ষাক্ষেত্রে অনগ্রসরপ্রশ্চাৎদ মিঠামইনে ( তৎকালীন নিকলী থানার অন্তর্গত )একটি মধ্যিমিক বিদ্যালয় প্রতিষ্টার প্রয়োজনীয়তা প্রথম অনুভব করেন।তাঁর একান্ত উদ্যোগ ও প্রচেষ্টায় ১৯৬৬ সালের ১৪ আগষ্ট স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সমূহের তৎসময়ের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপিত হয়। এর পরপরই বিদ্যালয় প্রতিষ্ঠার বাস্তব পদক্ষেপ হিসাবে তিনি স্থনিীয় গণ্যমান্য ও সাধারণ জনগণকে নিয়ে বেশ কয়েকটি সভা করেন।এবং ১৯৬৭ সালে স্থানীয় ধনাঢ্য ব্রাক্তি ও অবস্থা সম্পন্ন কৃষকদের আন্তরিক সহযোগীতায় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেন।পরবর্তীতে স্থাণীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনীতিক ও এলাকাবাসীর স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে ১৯৬৭ সালের ৬ অক্টোবর মিঠামইনের ঐতিহ্যবাহী কাচারী প্রাঙ্গনে তৎকালীন কিশোরগঞ্জ মহকুমা প্রশাসক জনাব এস এ বারীর সভাপতিত্বে বিদ্যালয় প্রতিষ্টার প্রথম সভায় মিঠামইন উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার সর্বসমত সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৬৮ সালের ১ জানুয়ারী থেকে বিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।এলাকাবাসীর একান্ত অনুরোধে প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব কাঁধে নেন শহীদ মোঃ আব্দুল মান্নান  ভূঁইয়া (পার্শবর্তী নিকলী উপজেলার তৎসময়ের সহকারী প্রধান শিক্ষক।

 

 মহানগরীর প্রতিটি এলাকায় অসংখ্য স্কুল গড়ে উঠেছে। কিন্তু সত্যিকার অর্থে ভালো স্কুলের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আমাদের  প্রতিষ্ঠানটি এ অভাব পূরণে একটি ব্যতিক্রমী প্রচেষ্ঠা। ভবিষ্যত প্রজন্মকে তাদের সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ ঘটিয়ে শারীরিক, মানসিক, চারিত্রিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করে তোলার লক্ষ্যে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছি। 

মেধাবী শিক্ষকগণের উচ্ছল উদ্দীপনায় সুশিক্ষার এক অপূর্ব পরিবেশ গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে করে তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত ক্ষেত্র খুঁজে পায়। সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধর্মীয় শিক্ষার অনুশাসন, মানবিক মূল্যবোধ ও কমপিউটার শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি অর্জনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা লাভের পথ নির্দেশ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 

বাংলা ভাষার যথাযথ অনুশীলনের পাশাপাশি ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাষাগত দূর্বলতা নির্মূল করার দ্বার উন্মুক্ত করবে আশা করি। সাথে সাথে চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক কর্মসূচী, খেলাধুলা, শিক্ষা সফর তাদের মেধা বিকাশে ইতিবাচক সুফল বয়ে আনবে।

আমরা আশা করি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী চাহিদা মেটাতে এবং তাদের সুশিক্ষা লাভের সকল সুযোগ সম্প্রসারণ করতে সক্ষম হব ইন্শাল্লাহ।

বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ 

 

ধন্যবাদান্তে,

সুভাষ চন্দ্র বৈষ্ণব

প্রধান শিক্ষক,

হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়,মিঠামইন,কিশোরগঞ্জ।

Read More
Why Should you Choose Haji Tayeb Uddin High School ?

হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়​ এর নিজস্ব কতকগুলো ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর কারনেই মূলত এই স্কুলে আগত ছাত্র-ছাত্রীরা ধাপে ধাপে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে
নিম্নে বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হল :

* বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী দ্বারা কর্তৃক পাঠদান।
* সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগপরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দান।
* গণিত ও ইংরেজি বিষয়ে সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা।
* নিয়মিত শ্রেণিকক্ষে পাঠ্যবিষয় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া এবং পরের দিন পড়া আদায় করা।
* দৈনিকপাঠ না শিখলে সংশোধনী ক্লাসের মাধ্যমে পড়া শেখানোর ব্যবস্থা।
* জুনিয়রওয়ান ও প্রথম শ্রেণিতে সার্বক্ষণিক দু’জন শিক্ষকের ব্যবস্থা।
* নিয়মিত ডায়েরি সংরক্ষণ এবং দৈনিক পাঠ মূল্যায়নের ভিত্তিতে ডায়েরি মার্কস এর ব্যবস্থা।
* কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা।
* আরবি ও ধর্মীয় নিয়ম-নীতির ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা।
* চিত্রাঙ্কনের বিশেষ ব্যবস্থা।
* শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার ব্যবস্থা।
* আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
* সু-সজ্জিত বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
* ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ও মেধার প্রাধান্য দেয়া।
* ছাত্র-ছাত্রীর শ্রেণি অনুসারে উপযুক্ত বয়সের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ।
* ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা ও পরামর্শ সরাসরি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ।
* যেকোন ধরনের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
* অনুত্তীর্ণ শিক্ষার্থীদের আগের ক্লাসে রেখে যথাযথ যত্নের ব্যবস্থা।
* সুনিয়ন্ত্রিত শৃংখলাপদ্ধতি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।

 

May be an image of 15 people and people smiling

Our Teachers